কোভিড-১৯: প্রতিদিন দীর্ঘ হচ্ছে সংক্রমণের সারি

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাসের মহামারীর মধ্যে দেশেও প্রতিদিন বিভিন্ন জেলায় নতুন নতুন সংক্রমণ হচ্ছে। একই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2020, 07:07 PM
Updated : 20 April 2020, 07:45 PM

সরকারের হিসাব মতে সোমবার দেশে মৃত্যুর সংখ্যা একশ পার হয়েছে। কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন দুই হাজার ৯৪৮ জন।

সোমবার চাঁদপুর, শরীয়তপুর, কুড়িগ্রাম, নাটোর, পঞ্চগড় ও রাজশাহীতে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১২ জেলায় ৭৪ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। 

জেলা প্রতিনিধিদের পাঠানো খবর:

চাঁদপুরে জ্বর-সর্দিতে শিশুর মৃত্যু

চাঁদপুরের হাইমচর উপজেলায় জ্বর ও সর্দিতে সাত বছর বয়সী এক মেয়েশিশুর মৃত্যু হয়েছে।

সোমবার উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ছোটলক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়িতে মেয়েটির মৃত্যু হয়।

হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবাউল আলম জানান, শিশুটি কয়েকদিন যাবত সর্দি ও জ্বরে আক্রান্ত হয়। সোমবার সকালে তার মৃত্যু হয়।

“শিশুটির পরিবারের সদস্যদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। বিশেষ ব্যবস্থাপনায় তাকে দাফন করা হবে।”

শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও তিনি জানান।

গাজীপুরে আরও ২০ পুলিশ কোভিড-১৯ সংক্রমিত

গাজীপুরে আরও ২০ জন পুলিশ সদস্যের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জানান, সোমবারের তথ্যমতে মহানগর পুলিশের গাছা থানায় নতুন ২০ জন পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

কয়েকদিন আগে এ থানার আরও পাঁচজনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে বলে তিনি জানান।  

ঢাকার কেরানীগঞ্জে আক্রান্ত আরও ৫

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একদিনে আরও পাঁচজন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪২। এ পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে।

সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মোবারক হোসেন এ তথ্য জানান।

মোবারক হোসেন বলেন, “রোববার রাত ১১টা পর্যন্ত বিভিন্ন সময়ে পরীক্ষার প্রাপ্ত ফলাফলের মাধ্যমে আমরা আমরা ওই পাঁচজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পেয়েছি।”

মোবারক আরও জানান, এ উপজেলায় বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে গত মঙ্গলবার ও গতকাল রোববার ৮০ বছরও ৭০ বছর ও ৬৫ বছর বয়সী তিনজনের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রামে আরেকজন আক্রান্ত

কুড়িগ্রামে আরেকজনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হলো তিন।

জেলার সিভিল সার্জন হাবিবুর রহমান সোমবার একথা জানান।

আক্রান্ত ৪৫ বছর বয়সী ব্যক্তি সদর উপজেলার খলিলগঞ্জ এলাকার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের জরুরি সেবা কেন্দ্র থেকে জানানো হয়, এ পর্যন্ত জেলায় ২৭৩ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৫৬ টির রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ১৫৩ জনের রিপোর্ট নেগেটিভ এবং ৩ জনের পজিটিভ।

লক্ষ্মীপুরে আরও ৪ জন আক্রান্ত

লক্ষ্মীপুরে করোনাভাইরাস আক্রান্ত আরও চার জন শনাক্ত হয়েছে।

সোমবার জেলার সিভিল র্সাজন অফিস থেকে চার জন নতুন রোগীসহ ২৬ জন আক্রান্ত হওয়ার প্রতিবেদন প্রকাশ করে।

আক্রান্তরা সবাই সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের বাসিন্দা।

সিভিল র্সাজন আব্দুল গাফফার জানান, জেলার আক্রান্ত ২৬ জনের মধ্যে দুই জনকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর সদর হাসপতালে একজনকে রাখা হয়েছে। বাকিদের বাড়িতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

নরসিংদীতে আরও ৩০ জন আক্রান্ত

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস জানান, রোববার ৭৭ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের প্রজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে জেলায় করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৩৪।

পিরোজপুরে এক তরুণের কোভিড-১৯ শনাক্ত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক তরুণের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৫ জনের দেহে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেল।

সোমবাবর পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করে জানান শনাক্ত হওয়া তরুণ নারায়ণগঞ্জ থেকে পিরোজপুর ফিরেছেন।

শনাক্ত হওয়া তরুণের বাড়ী জেলার ভান্ডারিয়া উপজেলার গৌড়িপুর ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামে।

এর আগে পিরোজপুর সদর, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলায় কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল।

শরীযতপুরে শ্বাসকষ্টে এক জনের মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে এক জনের মৃত্যু হয়েছে।

সদর হাসপাতালে সোমবার সকাল ১০টায় ৬০ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু হয়। তাদের বাড়ি সদর উপজেলা বিনোদপুর কাজিকান্দি গ্রামে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোবাহান মিয়া জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে যক্ষায় আক্রান্ত ছিলেন।

“রোববার রাতে তিনি সদর হাসপাতালে আসেন। এরপর তাকে হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়। সকালে তিনি মারা যান। তার নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”

শেরপুরে আরও ৭ জন আক্রান্ত

শেরপুরে আরও সাত জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে, যাদের মধ্যে তিনজন হলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী।

এ নিয়ে শেরপুর জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২৪। এর মধ্যে পাঁচ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সোমবার সিভিল সার্জন একেএম আনওয়ারুরুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের এদের সবাইকে আইসোলেশনে নেওয়া হয়েছে বলে সিভিল সার্জন জানান।

সিরাজগঞ্জে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নারায়ণগঞ্জ থেকে আসা এক বৃদ্ধের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয় বলে সিরাজগঞ্জ সিভিল সার্জন জাহিদুল ইসলাম জানান।

আক্রান্ত ৬৩ বছর বয়সী এই ব্যক্তি এনায়েতপুর গ্রামের বাসিন্দা।

তিনি এ জেলায় করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগী বলে বেলকুচি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমতুল্লাহ জানান।

বর্তমানে এই ব্যক্তি গোপরেখী গ্রামে তার আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন জানিয়ে ইউএনও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব গ্রামের কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। এ নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জয়পুরহাটে আরেকজনের করোনাভাইরাস শনাক্ত

জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামে আরেকজনের দেহে নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন সেলিম মিঞা জানান, রাজশাহী থেকে তিনটি নমুনা পরীক্ষার রিপোর্টে একজনের করোনা পজিটিভি এসেছে। আক্রান্ত ব্যক্তি কদিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়ি এসে হোম কোয়ারেন্টিনে ছিলেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। 

তিনি জানান, এ নিয়ে জেলায় মোট তিন জন আক্রান্ত হলেন। আগের আক্রান্ত দুজনকেও আইসোলেশনে রাখা হয়েছে।

চাঁপাইনবাগঞ্জে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে প্রথম এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই প্রতিবেদন পাওয়া গেছে বলে চাঁপাইনবাবগঞ্জের সিভল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান।

জাহিদ নজরুল জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩০ বছর বয়সী ওই যুবক গত ১৪ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ফিরেছিলেন। এ কারণে পরদিন করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছিল এবং তাকে আইসোলেশনে রাখা হয়।

“কিন্তু কোনো উপসর্গ না থাকায় রোববার তাকে বাড়িতে পাঠানো হয়েছিল।”

সিভিল সার্জন বলেন, এদিকে সোমবার রাজশাহী মেডিকেল থেকে প্রাপ্ত রিপোর্টে ওই ব্যক্তির নমুনায় পজিটিভ পাওয়া গেছে।

তার পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ওই ব্যক্তির আশপাশে ১০টি বাড়ি অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুরে সহকারী কমিশনার কোভিড-১৯ আক্রান্ত

গাজীপুরে একটি রাজস্ব সার্কেলের এক সহকারী কমিশনারের (ভূমি) দেহে নতুন করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, রোববার সকালে গাজীপুর থেকে ঢাকার আইইডিসিআরে পাঠানো ১৩৭টি নমুনায় ওই সহকারী কমিশনারসহ (এসি ল্যান্ড) ৯৭ জনের মধ্যে নতুন করোনাভাইরাস সংক্রমণ পজিটিভ হয়েছে।

তিনি জানান, এর আগে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালের ১০ জন রোগী সংক্রমিত ছিল।

“তাই গাজীপুরে রোববার শনাক্ত মোট রোগীর সংখ্যা ১০৭। এ নিয়ে জেলায় মোট সংক্রমণের সংখ্যা হলো ২৭৯।”

সিভিল সার্জন বলেন, এসিল্যান্ডের নমুনার সঙ্গে তার স্ত্রী-সন্তানের নমুনাও ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। সোমবার সকালে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদনে এসিল্যান্ডের সংক্রমণের ফল পাওয়া গেলেও তার স্ত্রী ও সন্তানের নমুনার পরীক্ষার ফল এখনও জানা যায়নি। 

কুড়িগ্রামে টাঙ্গাইলফেরত যুবকের মৃত্যু জ্বর-কাশিতে

কুড়িগ্রামে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যাথায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যিনি টাঙ্গাইলে এক প্রবাসীর বাড়িতে কাজ করতেন বলে পরিবার জানিয়েছে।

রোববার রাতে হোম কোয়ারেন্টিনে থাকা ৪৫ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু হয় বলে উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান।

এই ব্যক্তি উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টারপাড়া (কানিপাড়া) গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তাদের বাড়িও একই ইউনিয়নের পাঁচপীর এলাকায়।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, এই ব্যক্তি তিন মাস ধরে টাঙ্গাইলে এক প্রবাসীর বাড়িতে কৃষিকাজ করছিলেন। ওই প্রবাসী মারা যাওয়ার পর এক সপ্তাহ আগে টাঙ্গাইল থেকে তিনি তার শ্বশুরবাড়িতে আসেন। এরপর থেকে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথায় ভুগছিলেন।

“এলাকায় আসার পর স্থানীয়রা তাকে হোম কোয়ারেন্টিনে রাখেন। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।”

নাটোরে জ্বর ও শ্বাসকষ্টে যুবকের মৃত্যু  

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় জ্বর ও শ্বসকষ্টে এক ভ্যান চালকের মৃত্যুর পর এলাকার দশটি বাড়ি অবরুদ্ধ করা হয়েছে।

রোববার মধ্যরাতে উপজেলার নওশেরা মহল্লায় নিজ বাড়িতে ৩৫ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু হয় বলে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল জানান।

ইউএনও প্রিয়াংকা দেবী মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। বাড়িতেই চিকিৎসা চলছিল। রোববার মধ্যরাতে বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

“সোমবার সকালে স্বাস্থ্য বিভাগের লোকজন তার বাড়ি গিয়ে তার এবং পরিবারের আরও তিনজনের নমুনা সংগ্রহ করেন; পরে রাজশাহীতে পাঠানো হয়েছে।”

পঞ্চগড়ে জ্বর-গলাব্যথায় শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় এসএসসি পরীক্ষা দেওয়া এক তরুণের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রোববার রাতে গাইঘাটা গ্রামের ১৬ বছর বয়সী এই ছাত্রের মৃত্যু হয়।

ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ সদস্য অখিল চন্দ্র বর্মন জানান, কয়েকদিন ধরে ছেলেটি জ্বর ও গলা ব্যাথায় ভুগছিলেন। তিনি এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।

“রোববার তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।”

পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএইচএম রাজিউল করিম জানান, পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। বিশেষ ব্যবস্থায় তার লাশ দাফন করা হবে।

রাজশাহীতে জ্বর-শ্বাসকষ্টে নারীর মৃত্যু

রাজশাহীতে জ্বর ও শ্বাসকষ্টে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার গভীর রাতে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ বছর বয়সী এই নারীর মৃত্যু হয় বলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুল কবির জানান।    

তিনি কেশরহাট পৌরসভার খড়পট্টির বাসিন্দা।

আরিফুল কবির জানান, কয়েকদিন ধরে ওই নারীর জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা ছিল। তার অবস্থার অবনতি হলে রোববার রাত সাড়ে ১০টার দিকে পরিাবরের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

“গভীর রাতে রোগীর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

আরিফুল কবির আরও জানান, পরিবারের সদস্যরা লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাতেই নমুনা সংগ্রহ করে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে লাশের সৎকার করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

দুই চিকিৎসক আক্রান্ত, মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স অবরুদ্ধ

দুই চিকিৎসক করোনাভাইরাস সংক্রমিত হওয়ার পর রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার জেলা সিভিল সার্জন ও জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব হিরম্ব কুমার রায় একথা জানান।

তিনি বলেন, গত শনিবার ও রোববার মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পুরুষ ও এক নারী চিকিৎসকের শরীরে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।

“করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করেছি।”

সিভিল সার্জন আরও বলেন, বর্তমানে এই দুই চিকিৎসককে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।