রাজশাহীর ল্যাবে ৫ জন শনাক্ত

রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে আরও পাঁচজনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2020, 10:51 PM
Updated : 16 April 2020, 10:57 PM

বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য বলেন, “নতুন সংক্রমিতদের মধ্যে রাজশাহীর মোহনপুরে এক নারী রয়েছেন।

“এছাড়া জয়পুরহাটের দুইজন এবং পাবনা ও বগুড়ার একজন করে। এ চারজন পুরুষ।”

“তারা সবাই নারায়ণগঞ্জ ফেরত এবং সেখানে পোশাক কারখানায় কাজ করেন।”

ডা. গোপেন্দ্রনাথ জানান, বৃহস্পতিবার ৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এ পাঁচজনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে।

সংক্রমিতরা হলেন, বগুড়ার আদমদীঘি, পাবনার চাটমোহর ও জয়পুরহাটের কালাই উপজেলার গ্রামের বাসিন্দা।

গত ১ এপ্রিল বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো নমুনা পরীক্ষা করে এক রোগীর করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়। কিন্তু ওই রোগীর বাড়ি রংপুরে।

“ফলে বগুড়া, পাবনা ও জয়পুরহাট জেলায় করোনা রোগীর সন্ধান মিলল এই প্রথম।”