জয়পুরহাটে ২৫ বস্তা চালসহ আটক ২

জয়পুরহাটে আবারো সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ২৫ বস্তা সরকারি চালসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2020, 04:39 PM
Updated : 12 April 2020, 04:39 PM

রোববার সকালে ক্ষেতলাল উপজেলার নিমতলি গ্রামের একটি বাড়িতে অবৈধভাবে মজুত রাখা ২৫ বস্তা সরকারি চাল জব্দ করাসহ তাদের আটক করা হয়।

আটক তোতা মিয়া ক্ষেতলাল উপজেলার নজিরপাড়া গ্রামের মৃত তোজাম্মেল হোসেনের ছেলে ও আব্দুল মজিদ একই গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।

ক্ষেতলাল থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, আটককৃতরা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রি করে আসছিলেন।

নিমতলি গ্রামের একটি বাড়িতে তারা অবৈধভাবে মজুত রেখে চাল বিক্রি করছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ টাকা কেজি দরের সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির অবৈধ ২৫ বস্তা চাল জব্দ করাসহ তাদের আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মামলা করা হয়েছে।

এনিয়ে গত এক সপ্তাহে র‌্যাব সদস্যরা প্রথমে সাত বস্তা এবং পরে সাড়ে ২৫ মেট্রিক টন, সদর থানা পুলিশ ১০২ বস্তা ও ক্ষেতলাল থানা পুলিশ এর আগে আরো ১৩ বস্তা চালসহ চাল চক্রের কয়েকজন সদস্যকে আটক করে।