ঢাকার পুত্রবধূ আসার পর ভোলায় শ্বশুরের মৃত্যু শ্বাসকষ্টে

ঢাকা থেকে পুত্রবধূ আসার পর ভোলায় জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুর পর স্থানীয় কয়েকটি এলাকা অবরুদ্ধ করা হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2020, 01:15 PM
Updated : 11 April 2020, 01:15 PM

শুক্রবার রাতে লঅলমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের উত্তর গজারিয়া আবাসন এলাকায় তার মৃত্যু হয়।

এরপরই ওই এলাকার কাশ্মীর গ্রাম, উত্তর গজারিয়া অfবাসন এলাকা ও ফরাজগঞ্জ ইউনিয়নের দুইটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মহসীন বলেন, গত পাঁচ দিন ধরে ওই ব্যক্তির (৫৫) জ্বর, পাতলা পায়খানা ও শ্বাসকষ্ট হচ্ছিল। শুক্রবার দুপুরে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

“ওই ব্যক্তির পুত্রবধূ ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেখান থেকে ৭/৮ দিন আগে তিনি বাড়ি আসেন। তারপর থেকে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন।”

তার নমুনা সংগ্রহ করে বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, “আমরা রাত সাড়ে ১১টার দিকে মাইকিং করে পশ্চিম চর উম্মেদ ইউনিয়নের কাসমির গ্রাম এবং ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রীর বাড়ি ফরাজগঞ্জ ইউনিয়নের উত্তর গজারিয়া আবাসন প্রকল্পের সব কয়টি ঘর ‘লকডাউন’ করে দিয়েছি। এছাড়াও ঢাকা থেকে আসা তার পুত্রবধূকে খুঁজছি।”