কুমিল্লা জেলা অবরুদ্ধ

কুমিল্লাকে অবরুদ্ধ ঘোষণা করে জেলা থেকে বাইরে যাওয়া এবং বাইরে থেকে এখানে প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2020, 11:37 AM
Updated : 10 April 2020, 11:37 AM

কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর শুক্রবার বিকারে এ ঘোষণা দেন।

তবে কুমিল্লার উপর দিয়ে যাওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ অন্যান্য আঞ্চলিক সড়ক/মহাসড়ক এই ঘোষণার আওতাবহির্ভূত থাকবে বলে ঘোষণায় বলা হয়েছে।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, করোনা প্রতিরোধ জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষণা দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক এবং নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে পারবে না; এখান থেকেও কেউ অন্য জেলায় যেতে পারবে না।

“সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে; তবে জরুরি সব সেবা ও সরবরাহ এর আওতার বাইরে থাকবে।”

জেলা প্রশাসক আরও জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আঞ্চলিক সড়ক/মহাসড়কযোগে কুমিল্লার উপর দিয়ে অন্য জেলার আন্তঃসংযোগ এই ঘোষণার আওতাবহির্ভূত থাকবে।

ইতিমধ্যে চাঁদপুর, নরসিংদী, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, কক্সবাজার, জামালপুর, গাইবান্ধা জেলা অবরুদ্ধ করেছে সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষ।