নরসিংদী জেলা অবরুদ্ধ ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে নরসিংদী জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2020, 01:25 PM
Updated : 9 April 2020, 01:25 PM

জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন জানান, বহস্পতিবার সকাল থেকে এ আদেশ কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

এদিকে লকডাউন ঘোষণার পর জেলাজুড়ে পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে। ফাঁকা হয়ে গেছে পৌর শহরসহ অলিগলি। ফাঁকা ঢাকা-সিলেট মহাসড়কও। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে মানুষজন বাইরে বের হচ্ছেন।

তবে উল্টো চিত্র নরসিংদীর চরাঞ্চলগুলোতে। সেখানে সাধারণ মানুষ লকডাউন মানছেন না। এখনও অনেক লোকজনকে চা-স্টলসহ বিভিন্নস্থানে একত্রে বসে আড্ডা দিতে দেখা দিয়েছে।