চুয়াডাঙ্গার ইউনিয়ন অবরুদ্ধ করেছে এলাকাবাসী

করোনাভাইরাস সংক্রমণ শঙ্কায় চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়ন অবরুদ্ধ করেছে এলাকাবাসী।  

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2020, 11:52 AM
Updated : 9 April 2020, 11:52 AM

বেগমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হোসেন বলেন, গ্রামবাসীর নিরাপত্তার স্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সব এলাকায় এমন উদ্যোগ নেওয়া সম্ভব হলে করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধ করা যাবে।

“এখন এই ইউনিয়নে সব ধরণের ইজিবাইক, নছিমন, করিমন চলাচল বন্ধ থাকবে।”  

তিনি বলেন, যেসব স্থানে হাট-বাজার বসত সেগুলো বন্ধ রাখতে বলা হয়েছে। ইউনিয়নের গ্রামে গ্রামে ভ্যানে ফেরি করে শাকসবজি তরিতরকারি বিক্রি করা যাবে। ইউনিয়নবাসীকে নিজের বাড়িতে থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না।

“অন্য এলাকা থেকে কেউ বেগমপুর ইউনিয়নে প্রবেশ করতে পারবেন না। জরুরি প্রয়োজনে কেউ এলে তাকে পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তা নিয়ে গ্রামে আসতে হবে। যত দ্রুত সম্ভব কাজ শেষ করে চলে যেতে হবে।”