হবিগঞ্জে স্কুলছাত্রীর বিয়ে পণ্ড, বরের এক মাস কারাবাস

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী সঙ্গনিরোধ কর্মসূচির মধ্যে হবিগঞ্জে এক স্কুলছাত্রীর বিয়ে পণ্ড করে দিয়েছে প্রশাসন।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2020, 12:27 PM
Updated : 7 April 2020, 12:27 PM

মঙ্গলবার দুপুরে শহরের নোয়াহাটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কিশোরীকে বিয়ে করার অপরাধে বরকে এক মাসের কারাবাস দেওয়া হয়েছে।

বর কাশেম মিয়া (২৪) একই এলাকার রজব আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত অভিযানে নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা।

তিনি জানান, নোয়াহাটি এলাকার আহাম্মদ আলীর মেয়ে অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রীর সাথে বিয়ে ঠিক হয় একই এলাকার কাশেম মিয়ার। পরে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

“সব জেনেশুনে অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রীকে বিয়ে করার অভিযোগে বর কাশেম মিয়াকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।”

একই সাথে কনে ও বরের বাবা-মার কাছ থেকে মুচলেখা নিয়ে ‘বিয়েটি পণ্ড করা হয়’ বলে জানান তিনি।