কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে নৌযান বন্ধ

পদ্মার কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে জরুরি সেবা ব্যতীত সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে কাঁঠালবাড়ি ঘাটে এসে ঢাকামুখী অনেকে আটকা পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2020, 06:16 AM
Updated : 5 April 2020, 06:16 AM

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় দেশে এর বিস্তার ঠেকাতে প্রায় সবকিছু বন্ধ থাকলে ওই ঘাটে ফেরি চলাচল করছিল। শনিবার সেখানে ঠাসাঠাসি করে নদী পার হয় হাজারো মানুষ। এতে করোনাভাইরাসের বিস্তার ঠেকানো নিয়ে উদ্বেগ দেখা দেয়।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আবদুল আলীম বলেন, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ১৭টি ফেরি নিয়মিত চলাচল করছিল। রোববার সকাল থেকে তিনটি ছোট ফেরি চালু রেখে অন্যগুলো বন্ধ রাখা হয়েছে।

ওই তিনটি ফেরিতে অ্যাম্বুলেন্স, কাঁচামালের গাড়ি ও অন্যান্য জরুরি যান পার করা হবে বলে তিনি জানান।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, করোনাভাইরাস মোকাবিলার জন্য কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে সব ফেরিসহ নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘাটে যেহেতু অনেক ঢাকামুখী মানুষ এসেছে, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘাটে পুলিশ ও সেনাসদস্যরা রয়েছেন। জরুরি গাড়ি ব্যতীত অন্য কিছু পার করা হবে না।