চাল-ডালের সাথে ত্রাণে দিলেন ইলিশ!

নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের অচলাবস্থার মধ্যে দরিদ্র মানুষের মাঝে সরকারসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান চাল-ডাল ত্রাণ দিচ্ছে কয়েকদিন ধরে। ফরিদপুরের এক তরুণ ব্যবসায়ী তাতে যোগ করলেন ইলিশ মাছ।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2020, 12:09 PM
Updated : 4 April 2020, 12:09 PM

শনিবার দুপুরে শহরের আলিপুর নিজ মালিকানাধীন নবাব টাওয়ারের সামনে আশেপাশের শতাধিক পরিবারের ইলিশ মাছের সাথে পাঁচ কেজি চাল, এক লিটার তেল, আধা কেজি ডাল এবং এক কেজি করে পেঁয়াজ, আটা ও  আলু  বিতরণ করেন।

প্রচার পাওয়ার আশায় এই ইলিশ বিতরণ কিনা বুঝতে তার কাছে মাছ বিতরণের কারণ জানতে চাইলে মিঠু মিয়া বলেন, “করোনাভাইরাসের কারণে কর্মহীন এসব হতদরিদ্র মানুষ হয়ত কোনোভাবে চাল-ডাল পাচ্ছেন কিন্তু তারা অনেকে হয়ত অর্থাভাবে মাছ খেতে পারছেন না।

“তাদের এই অসহায়ত্বের কথা বিবেচনা করেই নিত্য পণ্যের সাথে ইলিশ মাছ দেওয়া হয়েছে।”

শহরের ব্যবসায়ীক পরিবারের সন্তান মিঠু মিয়ার রোড-সিমেন্টের ব্যবসায় যুক্ত।

এদিকে, ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, ফরিদপুরে হোম কোয়ারেন্টিনে নেওয়া ১৭১৭ জনের মধ্যে বর্তমানে ৩৫২ জন এখনও ছাড়া পাননি।

ফমেক হাসপাতালের আইসোলেশনে কোন রোগী নেই বলে জানান হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান।