ঝিনাইদহে বৃদ্ধের মৃত্যু, নমুনা সংগ্রহ ও লকডাউন

ঝিনাইদহে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে এক বৃদ্ধ মারা গেছেন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2020, 11:53 AM
Updated : 4 April 2020, 11:53 AM

শনিবার সকালে কোটচাঁদপুর শহরে তার মৃত্যুর পর দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ জনান, “মৃত ব্যক্তির বাড়িসহ চারটি বাড়ি লকডাউন করা হয়েছে।” 

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, ৭০ বছরের বেশি বয়সী মৃতের শ্বাসকষ্টের রোগ ছিল।

“কিছুদিন আগে তিনি ফরিদপুরে তার আত্মীয়র বাড়ি বেড়াতে যান। সেখান থেকে বাড়ি ফিরে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।”

এ খবর পেয়ে শুক্রবার স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার বাড়িতে যান বলে জানান তিনি।

শনিবার সকালে তিনি মারা যাওয়ার পর করোনাভাইরাস সন্দেহে তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকাতে পাঠানো হয়েছে বলেন তিনি।