নওগাঁয় লোপাট হওয়া পাঁচ টন সরকারি চাল উদ্ধার

নওগাঁয় এক চাল ব্যবসায়ীর বাড়ি থেকে ১৩৮ বস্তা সরকারি সরকারি চাল এবং দুইশটি খালি বস্তা উদ্ধার করা হয়েছে।  

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2020, 04:24 PM
Updated : 2 April 2020, 04:24 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁর রাণীনগরে আয়াত আলী (৬০) নামে এক চাল ব্যবসায়ীর বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন; সহায়তা করে পুলিশ।

এসব সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি-ভিজিডি’র চাল।

আয়াত আলী কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামের শৈলগাড়িয়া পাড়ার আয়েন উদ্দিনের ছেলে। 

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়াত আলীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে পাঁচ মেট্রিক টন সরকারি ভিজিডির চাল ও ২০০টি সরকারি ত্রাণের খালি বস্তা উদ্ধার করা হয়েছে।

“এ সময় আয়াত আলী বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।” 

তিনি জানান, এসব চাল উদ্ধার করে স্থানীয় কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের হেফাজতে রাখা হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।