ন্যায্যমূল্যের তেল মজুদ করে কারাগারে ব্যবসায়ী

দরিদ্রদের জন্য আসা সরকারি ভোজ্যতেল কিনে মজুদ করায় ১৫ দিন কারাবাসে থাকতে হবে হবিগঞ্জের এক ব্যবসায়ীকে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2020, 02:31 PM
Updated : 31 March 2020, 03:17 PM

মঙ্গলবার বিকেলে বাহুবল উপজেলা নির্বহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে এ দণ্ডাদেশ দেন তাকে।

দণ্ডপ্রাপ্ত শাহ জাহান মিয়া বাহুবল সদরের একজন পরিচিত ব্যবসায়ী।

ইউএনও স্নিগ্ধা জানান, হত দরিদ্রদের জন্য আসা টিসিবির ভোজ্য তেল একজন সর্বোচ্চ পাঁচ লিটার পর্যন্ত কিনতে পারেন।

“কিন্তু বিভিন্ন লোক দিয়ে বাহুবল সদরের বিশিষ্ট ব্যবসায়ী শাহ জাহান মিয়া ৭৫ লিটার তেল মজুদ করেছেন।”

গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালান ইউএনও। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় ওই ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দেন তিনি।