খুলনা মেডিকেলে করোনাভাইরাস ইউনিটে বৃদ্ধের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে থাকা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে ‘যক্ষায়’ মৃত্যু হওয়ায় তার নমুনা পরীক্ষা করা হবে না বলে চিকিৎসকরা জানিয়েছেন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2020, 12:10 PM
Updated : 29 March 2020, 12:10 PM

রোববার সকাল সাড়ে ৯টার দিকে ৭০ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু হয় বলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটের চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান।

শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার এই বৃদ্ধকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ভর্তি করা হয়। রোববার সকালে তার মৃত্যু হয়।

শৈলেন বিশ্বাস বলেন, “ওই বৃদ্ধ যক্ষা রোগী ছিলেন। আইইডিসিআরে যোগাযোগ করলে তারা জানিয়েছেন, এই ব্যক্তির নমুনা পরীক্ষার প্রয়োজন নেই।”

সে কারণে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

খুলনার সিভিল সার্জন সুজাত আহমেদ বলেন, “ওই রোগী যক্ষায় আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর সঙ্গে করোনাভাইরাসের কোনো সম্পর্ক নেই।”