বান্দরবানে বিডিনিউজ টোয়েন্টিফোরের সাবেক প্রতিনিধি চবাথুই নেই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বান্দরবানের সদ্য সাবেক প্রতিনিধি চবাথুই মারমা মারা গেছেন, যিনি অসুস্থতার কারনে সম্প্রতি চাকরি থেকে অব্যাহতি নেন।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2020, 10:01 AM
Updated : 27 March 2020, 10:46 AM

শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটে বান্দরবান সদরের সুয়ালক এলাকার বাড়িতে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। দীর্ঘদিন তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। তার দুই স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্বজনরা জানান, দীর্ঘদিন অসুস্থতা থাকলেও ২০১৭ সালেই তার শরীরে কিডনি জটিলতা রোগ ধরে পড়ে। এরপর তার নিয়মিত চিকিৎসা চলছিল। সপ্তাহে দুদিন করে চট্টগ্রামে একটি বেসরকারি ক্লিনিকে ডায়ালাইসিস করতে হতো।

থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোয়াচিং মারমা অনুপম বলেন, চবাথুইয়ের গ্রামের বাড়ি থানচি উপজেলায়। তার সাংবাদিকতা জীবন শুরু হয়েছিল একটি স্থানীয় পত্রিকায় উপজেলা প্রতিনিধির মাধ্যমে।

তিনি জানান, পরে বান্দরবান প্রতিনিধি হিসেবে ছিলেন ভোরের কাগজ, আজকের কাগজ, সকালের খবর ও দেশ টিভিতে। সর্বশেষ দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও বেসরকারি একাত্তর টিভিতে কাজ করেছেন।

অনুপম বলেন, তার অকাল মৃত্যুতে বান্দরবান প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।

শনিবার বিকালে স্থানীয় শশ্মানে তার সৎকার করা হবে বলে জানান স্বজনরা।