বিদেশফেরত কোয়ারেন্টিনে: পুলিশে খবর দিয়েছেন সন্দেহে নারীকে পিটুনি

নোয়াখালীতে বিদেশ ফেরত এক যুবককে পৌরসভার কোয়ারেন্টিনে পাঠানোর পেছনে হাত থাকতে পারে- এমন সন্দেহে এক গৃহবধূকে পেটানোর পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2020, 02:35 AM
Updated : 25 March 2020, 02:59 AM

মঙ্গলবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামে এ ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান।

তিনি বলেন, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি কোয়ারেন্টিনে থাকা এক প্রবাসী যুবকের বড় ভাই। বুধবার তাকে আদালতে হাজির করা হবে।

গত ২০ মার্চ দুবাই থেকে আসা ওই প্রবাসী যুবক মোহাম্মদ নগর গ্রামে তার বাড়িতে ফেরেন। খবর পেয়ে বিকালে পুলিশ তাকে বাড়ি থেকে নিয়ে বসুরহাট পৌরসভার তত্ত্বাবধানে কোয়ারেন্টিনে রাখে।

ওসি বলেন, “এর জেরে প্রবাসীর বড় সন্দেহ করেন বাড়ির এক নারীকে। তিনিই পুলিশে খবর দিয়েছেন মনে করে তাকে বেধড়ক পিটিয়ে আহত করেন প্রবাসীর বড় ভাই।”

এ ঘটনায় ওই নারীর স্বামী প্রবাসীর বড় ভাই ও তার স্ত্রীকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন। এর প্রেক্ষিতে কোয়োরেন্টিনে থাকা প্রবাসীর বড় ভাইকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ।