আদালতের রায়ে ৪ বছর পর চেয়ারম্যান নির্বাচিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনের চার বছর পর আদালত চেয়ারম্যান হিসেবে বিজয়ী ঘোষণা করেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার হযরত আলীকে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2020, 04:25 PM
Updated : 24 March 2020, 04:25 PM

মঙ্গলবার ময়মনসিংহের জ্যেষ্ঠ সহকারী জজ ও নির্বাচন ট্রাইবুনাল আদালতের বিচারক উমা রানী দাস এ রায় দেন।

রায়ে হযরত আলীকে ৫১ ভোটে বিজয়ী ঘোষণা করা হয় বলে বাদীপক্ষের আইনজীবী বাঁধন কুমার গোস্বামী জানান।

বাঁধন কুমার গোস্বামী বলেন, ২০১৬ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেনকে ৫ হাজার ৫৯ ভোটে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের হযরত আলী পেয়েছিলেন ৫ হাজার ২১ ভোট।

বাঁধন বলেন, ভোটের এ ফলাফলকে চ্যালেঞ্জ করে হযরত আলী ময়মনসিংহের জ্যেষ্ঠ সহকারী জজ ও নির্বাচন ট্রাইবুন্যালে দুইটি ভোট কেন্দ্রের ভোট পুনঃগণনার আবেদন জানিয়ে মামলা করেন।

“আদালতের আদেশে শালীহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শালীহর মধুসূদন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট পুণঃগণনা হয়। পুণঃগণনায় ঘোড়া প্রতীকের ১০১টি ভোট বাতিল ও নৌকা প্রতীকের ৩ ভোট বৃদ্ধি পায়। ফলাফল হয় ঘোড়া প্রতীক ৪ হাজার ৯৫৮ ভোট ও নৌকা প্রতীক ৫ হাজার ২৪ ভোট।”

তিনি জানান, এরমধ্যে ১৫টি ভোট আপত্তিতে রেখে ৫১ ভোটে নৌকা প্রতীকের প্রার্থী হযরত আলীকে বিজয়ী ঘোষণা করে আদালত।

তিনি আরও জানান, বাতিল হওয়া ভোটগুলোর ব্যালটে নির্বাচন কমিশনের নির্ধারিত সীলের স্থলে হাত ও পায়ের আঙুলের ছাপ দেওয়া ছিল।

বিবাদীপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন খান বলেন, “এ রায়ের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে আপিল করব।”

বিজয়ী নৌকার প্রার্থী হযরত আলী বলেন, “সত্য কোনোদিন চাপা থাকে না; আজ তা প্রমাণিত হয়েছে। এটা জনগণের বিজয়।”

২০১৬ সালের ৩১ মার্চ নির্বাচনে বিজয়ী ঘোষণার পর আনোয়ার হোসেন ওই বছরের ২৯ মে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান তৎকালীন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। শপথ নেওয়ার পর থেকে এ ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তিনি।