বগুড়ায় আ. লীগের পাল্টাপাল্টি হামলায় প্রতিবাদ সমাবেশ

বগুড়ার ধুনটে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় ফের প্রতিবাদে সমাবেশ হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2020, 04:12 PM
Updated : 8 March 2020, 04:12 PM

ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রোববার দলের উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের নেতৃত্বে একটি পক্ষ এই সমাবেশ করে।

এর আগে বৃহস্পতিবার উপজেলা সভাপতি টিআই নুরুন্নবী তারিকের নেতৃত্বে অপর পক্ষ শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে।

গত ২ মার্চ সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ সদস্য সেলিম রেজাকে মারপিট করে আহত করার ঘটনায় দলের উপজেলা সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামের অফিসে হামলা হয়। এ হামলায় রেজাসহ আরও দুই জন আহত হন।

ওই ঘটনায় সেলিম রেজা বাদী হয়ে সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামসহ সাত জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন।

অপরদিকে, শরিফুল ইসলামও বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফ ইকবাল সনি এবং সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

রোববারের প্রতিবাদ সভায় আব্দুল হাই খোকন বলেন, শেরপুর-ধুনটের মানুষ ক্লিনম্যান হিসেবে যাকে জানে তিনি বগুড়া-৫ আসনের সংসদ সদস্যের ছেলে এবং ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফ ইকবাল সনি।

“ঘটনার সময় তিনি এবং আমরা না থাকলেও মামলায় আসামি করা হয়েছে। এটা একটা বিস্ময়কর ব্যাপার। এই মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের শেরপুর উপজেলা সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, ধুনট উপজেলা সহ-সভাপতি আসিফ ইকবাল সনি, রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম শফিক, যুগ্ন সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল প্রমুখ।