জুতা পায়ে শহীদ মিনারে: বগুড়ার দুই শিক্ষককে নোটিশ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে জুতা পায়ে ওঠার অভিযোগে বগুড়ায় দুই শিক্ষককে কারণ দর্শাতে নোটিশ পাঠিয়েছে ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2020, 04:19 PM
Updated : 28 Feb 2020, 04:19 PM

অভিযুক্তরা হলেন-বগুড়ার ধুনট উপজলার গোসাইবাড়ি কে ও বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক ও সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।

গত একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে জুতা পায়ে ওই দুই শিক্ষকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। গণমাধ্যমে খবরও হয়। সংবাদ প্রকাশের পর ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা উপজেলা শিক্ষা শফিউল আলমকে চিঠি দিয়ে তদন্তের নির্দেশ দেন।

রাজিয়া সুলতানা বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দুই শিক্ষকের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বলেন,“উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় দুই শিক্ষককে সাত কার্যদিবস সময় দিয়ে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তাদের জবাব পাওয়ার পর প্রতিবেদন দাখিল করা হবে।”

ওই ঘটনার পর ওই বিদ্যালয়ের সভাপতি লুৎফর রহমান জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে নিয়ম অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, অভিযুক্ত প্রধান শিক্ষক এনামুল হক বুলবুল বলেন, শহীদ মিনার অবমাননার বিষয়ে কারণ দর্শনোর নোটিশ পেয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা কর্মকর্তার কাছে সন্তোষজনক জবাব দাখিল করা হবে।

ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি এএসএম জিয়াউল আলম জানান, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির, প্রতারণা করে চাকরি দেওয়ার নামে মামলায় হাজতবাস ও বিভিন্ন অভিযোগ নিমিষেই তদন্তে উল্টে যাওয়ার নজির রয়েছে।