সৌম্যর জাঁকজমকপূর্ণ বৌভাতে বইছে আনন্দধারা

বাংলাদেশের তারকা ক্রিকেটার সৌম্য সরকারের বিবাহোত্তর বৌভাত ও সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2020, 02:54 PM
Updated : 28 Feb 2020, 09:45 PM

শুক্রবার সন্ধ্যা ৭টার পর থেকে সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে আগত অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছেন সৌমর বাবা সাবেক শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার ও মা নমিতা সরকার।

কিশোরী মোহন সরকার জানান, বৌভাতের অনুষ্ঠানে তিন হাজার অতিথিকে নিমন্ত্রণ করা হয়েছে।

এরআগে গত বুধবার খুলনা নগরীর খুলনা ক্লাবে প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন সৌম্য। প্রিয়ন্তির বাবার বাড়ি খুলনা হলেও তারা থাকেন ঢাকায়। ইংরেজি মাধ্যমের এই ছাত্রী ও-লেভেলে লেখাপড়া করছেন।

সেদিনের অনুষ্ঠাসে মোবাইল চুরি নিয়ে বিড়ম্বনার সৃষ্টি হয়। এ নিয়ে বাধে হট্টগোল। পরে পুলিশ পাঁচটি মোবাইল ফোন উদ্ধারও করে।

শুক্রবারের এ বৌভাতের আয়োজনে যুক্ত স্থানীয় ক্রিড়াবিদ কিরন্ময় সরকার জানান, বৌভাতে খাওয়ার তালিকায় রয়েছে-নান রুটি, কাচ্চি বিরিয়ানি, খাসির কালো ভুনা, খাসির রেজালা, মিষ্টি, ফুচকা, চটপটি, চা, কফি, সফট ড্রিংকস।

“আর রাতে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।”

বৌভাত ও সংবর্ধনা অনুষ্ঠানের দেখভালে ব্যস্ত সময় কাটাচ্ছেন সৌম্যর ভাই প্রণব সরকার ও পুষ্পেন সরকার।

তারকা ক্রিকেটারের বৌভাত উপলক্ষে মোজফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে করা হয়েছে নানা ধরনের আলোকসজ্জা। ভেতরে ঢোকার জন্য মূলফটক ছাড়াও আরও ছয়টি ফটক নির্মাণ করা হয়েছে। রিসোর্টটির ভিআইপি এলাকায় হচ্ছে মূল অনুষ্ঠান।

আমন্ত্রিত অতিথিদের জন্য রয়েছে আলাদা বসার স্থান। অতিথিদের খাওয়ার ব্যবস্থার জন্য বানানো হয়েছে বড় দুটি প্যান্ডেল।

মোজফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপক আতিকুল আলম বলেন, সৌম্যের বিয়ে উপলক্ষে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ১৩টি ভবনের ৫৫টি ভিআইপি কক্ষ ভাড়া নেওয়া হয়েছে। এসব কক্ষে দুই শতাধিক অতিথি থাকতে পারবেন।

জমাকালো বিয়ের এ আয়োজনে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও।

বিয়ে উপলক্ষে ছুটিতে থাকায় চলতি জিম্বাবুয়ে সিরিজে খেলছেন না এই ব্যাটসম্যান।