কক্সবাজারে আত্মসমর্পণকারী ৯৭ ইয়াবা কারবারির বিচার শুরু

কক্সবাজারের টেকনাফে প্রথম দফায় আত্মসমর্পণকারী ১০২ ইয়াবা কারবারির মধ্যে ৯৭ জনের বিচার শুরু করেছে আদালত।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2020, 11:32 AM
Updated : 27 Feb 2020, 11:32 AM

কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল বৃহস্পতিবার বিচার শুরুর আদেশ দেন।

ওই আদালতের পিপি ফরিদুল আলম জানান, প্রথম দফায় আত্মসমর্পণকারী ১০২ ইয়াবা কারবারির মধ্যে বৃহস্পতিবার ৯৭ জনকে আদালতে হাজির করা হয়। বিচারক তাদের উপস্থিতিতে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

আত্মসমর্পণকারী ১০২ জনের মধ্যে মোহাম্মদ রাসেল নামে এক আসামি জেল হাজতে মারা গেছেন। আর চারজন অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি বলে জানান পিপি ফরিদুল। অনুপস্থিত চার আসামির ব্যাপারে কক্সবাজারের বিচারিক হাকিম ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান।

গত বছর ১৬ ফেব্রুয়ারি টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে আত্মসমর্পণ করেন তালিকাভুক্ত ১০২ জন ইয়াবা কারবারি। পুলিশ বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে দুটি মামলা করে।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন সাবেক পিপি শামীম আরা স্বপ্না, মো. জাহাঙ্গীর আলম ও মো. মহিউদ্দিন।