বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪ ছাত্রকে কুপিয়ে জখম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে চার ছাত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের কয়েকজন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2020, 04:46 PM
Updated : 25 Feb 2020, 04:46 PM

মঙ্গলবার বিকালে ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের বন্দর থানার ওসি আনোয়ার হোসেন জানান।

আহতরা হলেন রাষ্ট্রবিজ্ঞানের রাফি, ফিন্যান্সের জিদান, বোটানির হাফিজ ও ফরহান শাহরিয়ার।

তাদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ওসি আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ৫০১৬ নম্বর কক্ষটি বরাদ্দ অর্থনীতি বিভাগের ছাত্র সাইফের নামে। একই ছাত্রবাসের ৫০১৪ নম্বর কক্ষে বসবাস করেন ছাত্রলীগ কর্মী পরিচয়দানকারী বাংলা বিভাগের ছাত্র নাবিদ।

“তিনি দীর্ঘদিন ধরে সাইফের সঙ্গে কক্ষ বদল করতে চাইছিলেন। কিন্তু সাইফ রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধ বাধে। শুরু হয় ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব।” 

ওসি বলেন, এর জের ধরে বিকাল ৫টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।