সাভারে ‘শরীরে আগুন দিয়ে’ বৃদ্ধার আত্মহত্যা

ঢাকার সাভারে হাঁপানি রোগে দীর্ঘদিন ভুগে মানসিক যন্ত্রনা সইতে না পেরে এক বৃদ্ধা গায়ে আুন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2020, 06:49 PM
Updated : 23 Feb 2020, 06:49 PM

নিহতের নাম ময়না বেগম (৮০)। উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের জোরপুল এলাকার রমিজ ভান্ডারীর ভাড়া বাড়িতে তিনি থাকতেন।

রোববার সন্ধ্যায় ময়না নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন বলে স্বজনরা পুলিশকে জানিয়েছে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ওই নারী বাথরুমে ঢুকে শরীরে পেট্রোল ঢেলে আগুনে ধরিয়ে দেন। থানায় না জানিয়েই স্বজনরা দাফনের ব্যবস্থা করেছিলেন। তবে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, “নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে যে সে দীর্ঘদিন ধরে হাঁপানি রোগে ভুগছিলেন। প্রচণ্ড শ্বাসকষ্ট সহ্য করতে না পেরে মানষিকভাবে বিপর্যস্ত হয়েই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।”

স্বজনদের কথায় সন্তুষ্ট হয়ে পুলিশ লাশ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করে।