ভোলায় ‘বিপন্ন’ প্রজাতির বনবিড়াল উদ্ধার

ভোলা সদর উপজেলায় একটি বিপন্ন প্রজাতির বনবিড়াল উদ্ধার করার পর বনে ছেড়ে দেওয়া হয়েছে বলে বনবিভাগ জানিয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2020, 11:52 AM
Updated : 20 Feb 2020, 11:52 AM

সদর রেঞ্জের বন কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোলার বাঘমারা এলাকার গহিন বনে বিপন্ন প্রজাতির এই বনবিড়ালটি অবমুক্ত করা হয়।

বুধবার বিকেলে সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ এলাকায় রেন্টাল পাওয়ার প্লান্ট কারখানা থেকে বনবিড়ালটি সেখানকার শ্রমিকরা আটক করেন।

বন কর্মকর্তা কামরুল বলেন, বনবিড়ালটি বিপন্ন প্রজাতির। খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল। বন বিভাগের কর্মীরা বনবিড়ালটি উদ্ধার করে বাঘমারা এলাকার গহিন বনে ছেড়ে দিয়েছেন।