নাটোরে সড়কে ছাই রাখায় জরিমানা

নাটোরে সড়কে ছাই ফেলে রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুইজনকে জরিমানা গুণতে হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2020, 02:33 PM
Updated : 17 Feb 2020, 02:33 PM

সোমবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার গরমাটি কলোনি গ্রামের সড়ক দখল করে চালকলের ছাই রাখার দায়ে এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট।

এ ঘটনায় দণ্ডিত হিরা খাতুন এ উপজেলার গড়মাটি কলোনি গ্রামের বাবু বিশ্বাসের স্ত্রী এবং নাজমুল হুদা ওই গ্রামের জেকের আলীর ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ জানান, গড়মাটি কলোনী গ্রামে নাটোর-পাবনা মহাসড়কের জায়গা দখল করে রাইস মিলের ছাই ফেলে জনসমস্যা সৃষ্টির করে আসছিলেন হিরা খাতুন ও নাজমুল হুদা।

নাটোরে সড়ক ও জনপদ বিভাগীয় উপ-প্রেকৌশলী ইউনুস আলী অভিযোগ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হিরা খাতুনকে পাঁচ হাজার টাকা এবং নাজমুল হুদাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।