মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজে ‘পেট্রোল বোমা’ বিস্ফোরণ

মুন্সীগঞ্জ শহরের হরগঙ্গা কলেজে ‘পেট্রোল বোমা’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2020, 06:49 AM
Updated : 4 Feb 2020, 09:25 AM

কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার বলেন, সোমবার রাত সোয়া ১২টার দিকে এই বিস্ফোরণে নির্মাণাধীন ভবনের কিছু প্লাস্টিক পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে সে ব্যাপারে কেউ কিছু বলতে পারেনি।

অধ্যক্ষ বলেন, বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় নির্মাণাধীন ১০ তলা ভবনের প্লাস্টিক পাইপে আগুন ধরে যায়। নৈশ প্রহরী ও স্থানীয়রা গিয়ে আগুন নেভায়।

তিনি বলেন, পরে পুলিশ ঘটনাস্থলে এসে পেট্রোল বোমায় ব্যবহারের একটি বোতল ও বিভিন্ন আলামত জব্দ করেছে। ধরাণা করা হচ্ছে এটি পেট্রোল বোমা। গেটের বাইরে থেকে বোমাটি ছুড়ে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের আগুনে কিছু প্লাস্টিক পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণের পর কলেজ হোস্টেলের শিক্ষার্থী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে এলাকাবাসী জানিয়েছেন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। কারণ উদঘাটনের চেষ্টা চলছে।