বরগুনায় ঘর থেকে নারীর লাশ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা

বরগুনার বামনা উপজেলায় ঘর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে; যিনি বিষপানে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2020, 10:29 AM
Updated : 2 Feb 2020, 10:29 AM

নিহত তুলসী রানী (২৭) উপজেলার আমতলী গ্রামের বীরেণ চন্দ্র মিস্ত্রির মেয়ে।

নিহতের পারিবার জানায়, গত সাত বছর আগে বরগুনার বেতাগী উপজেলার কুমড়াখালী গ্রামের শান্তি রঞ্জন অধিকারীর ছেলে সুশেন অধিকারীর সঙ্গে তুলসী রানীর বিয়ে হয়। বিয়ের তিন বছর পর স্বামীকে ছেড়ে তুলসী একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে আসে। এরপর থেকে তার স্বামী প্রায়ই এ বাড়িতে আসতো।  

লাশ

প্রতিবেশী তাপস চন্দ্র শীল বলেন, শনিবার সন্ধ্যায় তুলসীর ঘরে একজন পুরুষের কথার শব্দ পাওয়া যায়। তবে সেটা তুলসীর স্বামী সুশেন ছিল কি না- তা নিশ্চিত না।

এলাকার বিভিন্ন বখাটেরা প্রায়ই তুলসীর বাড়ির আশপাশে ঘোরাফেরা করতো বলে জানান তিনি।  

বামনা থানার ওসি এস এম মাসুদুজ্জামান বলেন, তুলসীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় বামনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

“শনিবার রাতের কোনো এক সময়ে তুলসী বিষপান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।”

এছাড়া ঘটনাস্থল থেকে একটি দা, জুতা, গেঞ্জিসহ অন্যান্য জিনিসপত্র আলামত হিসেবে উদ্ধারের কথা জানিয়েছেন ওসি।