চাঁপাইনবাবগঞ্জে পুত্র হত্যায় দণ্ডিত সৎমা

চাঁপাইনবাবগঞ্জে আটবছর বয়সী শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ের তার সৎ মাকে ২০ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2020, 11:00 AM
Updated : 27 Jan 2020, 11:13 AM

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শওকত আলী একমাত্র আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বলে সরকারি আইনজীবী জানান।

নিহত শিশু রেদুয়ান চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর মিয়াপাড়া মহল্লার আব্দুর রহিমের ছেলে এবং দণ্ডিত রোজিনা খাতুন ওরফে খাদিজা (৩০) আব্দুর রহিমের দ্বিতীয় স্ত্রী।

রায়ে একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মামলার নথি থেকে সরকারী আইনজীবী আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ৭ অক্টোবর সন্ধ্যায় রেদুয়ানকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির কাছে লাশ ফেলে রাখে রোজিনা। ওইরাতেই নিহতের মরদেহ উদ্ধার হয়।

ছেলে হত্যার ঘটনায় পরদিন বাবা অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে সৎ মা রোজিনার সংশ্লিষ্টতা পাওয়া গেলে ওইদিনই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) ইদ্রিস আলী ২০১৮ সালের ৩১ ডিসেম্বর রোজিনাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। ১৩ জনের সাক্ষ্য ও শুনানির পর আদালত এ রায় দেওয়া হয়েছে।