‘হুমকি দিতে গিয়ে’ পিটুনিতে নিহত মামলার আসামি

পাবনায় বাদীপক্ষের লোকজনকে ‘হুমকি দিতে গিয়ে’ উল্টো পিটুনিতে মামলার আসামি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2020, 02:00 PM
Updated : 25 Jan 2020, 02:00 PM

শনিবার সদর উপজেলার আতাইকুলা আইনিয়নের মৌগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন (৩০) মৌগ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পাবনার অতিরিক্তি পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, প্রায় দুই বছর আগে মৌগ্রামের রেজাউল নামের এক ব্যক্তি খুর হলে সাদ্দাম ও তার সহযোগীদের নামে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর জামিনে বের হয়ে আসেন সাদ্দাম।

গৌতম বলেন, এরপরই মামলা তুলে নিতে সাদ্দাম বাদীপক্ষকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

“শনিবার বেলা ১১টার দিকে সাদ্দাম নিহত রেজাউলের চাচা সেকেন্দার আলীর বাড়ি গিয়ে মামলা তুলে নিতে বলেন; না হলে সেকেন্দারের পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেন।”

অতিরিক্তি পুলিশ সুপার গৌতম আরও বলেন, এ সময় সেকেন্দার আলীর লোকজন সাদ্দামকে ধরে পিটুনি দিলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

আতাইকুলা থানার ওসি নাসিরুল আলম বলেন, “বিষয়টি জেনেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”