মাগুরায় ১০ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মাগুরায় ১০ মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে, যিনি দুই দল ডাকাতের গোলাগুলিতে নিহত হয়েছেন বলে পুলিশের ভাষ্য।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2020, 06:58 AM
Updated : 24 Jan 2020, 06:58 AM

সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সদর উপজেলার বরই গ্রাম থেকে শুক্রবার ভোরে তারা তার লাশ উদ্ধার করেন।

নিহত মিন্টু গাজী (৩৮) নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের ফায়েক গাজীর ছেলে।

ওসি সাইফুল বলেন, “ভোরের দিকে দুই দল ডাকাতের গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় নবগঙ্গা নদীর সংযোগ ক্যানেলের পাশের মাঠ থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

“পরে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। মিন্টু আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার নামে নড়াইলের লোহাগড়া, ফরিদপুর ও মাগুরার বিভিন্ন থানায় ১০টি ডাকাতি মামলা রয়েছে।”

পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করেছে বলে তিনি জানান।

বরই গ্রামের বাসিন্দা বগিয়া ইউনিয়ন পরিষদ সদস্য বিল্লাল হেসেন বলেন, রাতে তারা গুলির শব্দ শুনতে পেয়েছেন। ভোরে পুলিশ এসে তাদের ডেকে ঘটনাস্থলে নিয়ে যায়। এ সময় সেখানে গুলিবিদ্ধ অবস্থায়  এক ব্যক্তিকে দেখতে পান তারা। পরে পুলিশ গুলিবিদ্ধ দেহটি নিয়ে যায়।

হাসপাতালের চিকিৎসক রফিকুল আহসান বলেন, “পুলিশ তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার মাথায় গুলির চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।”