কেরাণীগঞ্জে তিন বাহনের সংঘর্ঘে নিহতের সংখ্যা বেড়ে ৪

ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় তিন বাহনের সংঘর্ঘে আহত একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়াল।

কেরাণীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2020, 06:04 AM
Updated : 22 Jan 2020, 06:15 AM

মঙ্গলবার রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় বলে কেরাণীগঞ্জ মডেল থানার ওসি মো. মইনুল ইসলাম জানান।

এ ঘটনায় আহত তিনজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, উপজেলার সীমান্তবর্তী হযরতপুর ইউনিয়নের কদমতলী চার রাস্তার মোড় এলাকায় আঞ্চলিক সড়কে মঙ্গলবার বিকেলে মাইক্রোবাস, সিএনজি চালিত যাত্রীবাহী অটোরিকশা ও একটি মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সাতজন আহত হয়।

“তাদের উদ্ধার করে হাসপাতালের নেওয়ার সময় তিনজনের এবং পরে রাতে আরও একজন মারা যান।” 

নিহতরা হলেন- মোটর সাইকেল আরোহী কেরাণীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের বেলনা খাসকান্দি গ্রামের মো. রুস্তম খানের ছেলে মো. আসলাম খাঁন (৪৮), একই ইউনিয়নের আলীনগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৫), একই উপজেলার রাইতা গ্রামের মোন্তাজ মিয়া মাদবরের ছেলে রেজাউল করিম (৫২) ও আশুলিয়ার শিমুলিয়ার গণেশ সরকারের ছেলে অটোরিকশার যাত্রী স্বপন (৩৫)।

ওসি জানান, নিহতদের পরিবারের অনুরোধে আইনী প্রক্রিয়ায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।