৯ ঘণ্টা পর খুলনার পথে ট্রেন চলাচল স্বাভাবিক

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর স্টেশনে ‘নকশিকাঁথা ট্রেনের’ লাইনচ্যুত বগি উদ্ধারের পর সোমবার ভোর ৫টা থেকে খুলনার পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2020, 11:05 AM
Updated : 6 Feb 2020, 01:11 PM

এর আগে রোববার রাত সোয়া ৮টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ছেড়ে আসা ‘নকশি কাঁথা’ লোকাল ট্রেনের ইঞ্জিন ঝিনাইদহের সাফদারপুর স্টেশনে লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রেলওয়ে পশ্চিমজোনের পাকশি রেলওয়ের কন্ট্রোলার নুরুল ইসলাম বলেন, “ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পৌঁছানোর পর লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করলে ভোর ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।”

বর্তমানে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।