চাঁদপুরে কুপিয়ে বৃদ্ধকে হত্যা, ছেলে পলাতক

চাঁদপুরে বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে, যাকে মানসিক ভারসাম্যহীন বলছেন পরিবারের সদস্যরা।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2020, 05:28 PM
Updated : 19 Jan 2020, 05:28 PM

এ ঘটনায় ওই বৃদ্ধের স্ত্রীও আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের স্বেতী নারায়ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্বেতী নারায়ণপুর গ্রামের বাসিন্দা নিহত চেরাগ আলী (৭৫) বিএডিসির অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

ঘটনার পর থেকে চেরাগ আলীর ছেলে আকবর হোসেন (৩৫) পলাতক রয়েছেন।

চেরাগ আলীর স্ত্রী আহত ফুলমতি বেগমকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শাহরাস্তি থানার ওসি মো. শাহ্ আলম জানান, সন্ধ্যা ৭টায় হঠাৎ আকবর তার বাবার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। এতে তার বাবা রেগে গিয়ে তাকে (ছেলে) হাসপাতালে পাঠাবেন বলেন।

“এতে মানসিক ভারসাম্যহীন আকবর হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে আঘাত করেন। এ সময় তার মা এগিয়ে গেলে তাকেও আঘাত করেন আকবর।”

ঘটনার সময় বাড়িতে পরিবারের অন্য সদস্যরা ছিলেন না বলে জানান ওসি।

ঘটনার পর আকবর হোসেন পালিয়ে যান বলেও জানান তিনি।

চেরাগ আলীর আরেক ছেলে এমরান হোসেন জাফরের স্ত্রী হাসিনা বেগম বলেন, “আকবর সবসময় যাকে তাকে ধরে মারধর করে। তার ভয়ে আমরা এ বাড়িতে আসতাম না। তার পাগলাটে স্বভাবের কারণে দুই ছেলে-মেয়ে নিয়ে স্ত্রী বাপের বাড়ি চলে গেছে।”

চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জোবায়েদ কবির বাহাদুর বলেন, “লোকমুখে শুনেছি আকবর মানসিক ভারসাম্যহীন।”

ওসি জানান, তিন মাস আগে কুমিল্লার লাঙ্গলকোট থেকে চিকিৎসাধীন অবস্থায় আকবরকে বাড়িতে নিয়ে আসা হয়। আর্থিক সংকটে পরিবারের পক্ষে তার পুরোপুরি চিকিৎসা করা সম্ভব হয়নি। আকবর বিবাহিত। দুই বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়।