কক্সবাজারে কভার্ড ভ্যান-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১

কক্সবাজারে কভার্ড ভ্যান ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2020, 08:36 AM
Updated : 14 Jan 2020, 10:11 AM

মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকা এ ঘটনা ঘটে বলে জানান চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ মোরশেদ ।

নিহত মো. সৈয়দ হোসেন জেলার টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার আব্বাস আলীর ছেলে। তিনি টেকনাফ পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।

তবে আহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি হাইওয়ে পুলিশের এ উপ-পরিদর্শক।

মোহাম্মদ মোরশেদ জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি ক্ভার্ড ভ্যান চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়ায় পৌঁছার পর এর পেছনের চাকা নষ্ট হয়ে যায়। এ সময় চট্টগ্রাম বিমানবন্দর থেকে হজযাত্রী নিয়ে আসা একটি মাইক্রোবাস এসে কভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়।

“এতে ঘটনাস্থলে হোসেন মারা যান, আহত হন চারজন। হতাহতরা সবাই মাইক্রোবাসটির যাত্রী।”

আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মাইক্রোবাসের চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।