মাদারীপুরে আধিপত্য বিস্তারের সংঘর্ষে এক ব্যক্তি নিহত

মাদারীপুরে আধিপত্য বিস্তারের বিরোধে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছেন আরও অন্তত আটজন।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2020, 01:33 PM
Updated : 10 Jan 2020, 01:33 PM

রাজৈর থানার ওসি খোন্দকার শওকত জাহান জানান, উত্তর হোসেনপুর গ্রামে শুক্রবার সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে ।

নিহত বাবুল মুন্সী (৩৫) ওই গ্রামের বাসিন্দা।

ওসি শওকত বলেন, ওই এলাকার দেলোয়ার ও মহর আলী খালাসী নামে দুই ব্যক্তির মধ্যে আধিপত্য বিস্তারের বিরোধ ছিল। এই বিরোধের জেরে শুক্রবার সকালে দুই পক্ষের সংঘর্ষ হয়। উভয় পক্ষই ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে বাবুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

এছাড়া সংঘর্ষে কোহিনূর খালাসী (৪০), জুলফিকার খালাসী (৫৫), সজীব মুন্সী (২২), সিরাজ খালাসী (৩৫), হাসান মাহমুদ (২৭), দেলোয়ার মুন্সী (৩০), এনামুল মুন্সী (৪০) ও রিপন মুন্সী (৪৫) নামে আটজন আহত হলে তাদের রাজৈর হাসপাতালে ভর্তিকরা হয় বলে তিনি জানান।

ওসি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।