সুন্দরবনে আটকা পড়েছে কার্গো জাহাজ

সুন্দরবনের দুবলা এলাকায় ডুবোচরে একটি খালি কার্গো জাহাজ আটকা পড়েছে। এর নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2020, 11:00 AM
Updated : 3 Jan 2020, 11:18 AM

মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফখর উদ্দীন আহমেদ জানান, বুধবার ভুল চ্যানেলে ঢুকে পড়ায় এমভি নিউ পারভীন-২ নামের এই খালি জাহাজ ডুবোচরে আটকা পড়ে।

শুক্রবার ভোর ৪টার দিকে কোস্টগার্ড সদস্যরা জাহাজের মাস্টারসহ ১৪ নাবিককে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছে।

হারবার মাস্টার ফখর উদ্দীন কোস্টগার্ডের বরাতে বলেন, বুধবার হিরণপয়েন্ট ফেয়ারওয়ে বয়া হয়ে জাহাজটি বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে পণ্য নেওয়ার জন্য রওনা হয়। কিন্তু অন্ধকারে ভুল চ্যানেলে ঢুকে ডুবোচরে আটকা পড়ে।

“জাহাজটি একদিকে কাত হয়ে আছে। পরে তাতে আস্তে আস্তে পানি ঢুকতে শুরু করে। জাহাজের মাস্টার সহযোগিতা চাইলে কোস্টগার্ড নাবিকদের উদ্ধার।”

জাহাজটির মালিকপক্ষকে খবর দেওয়া হয়েছে বলে তিনি জানান।