নারায়ণগঞ্জে ‘বাসায় জমে থাকা’ গ্যাসের আগুনে তিনজন দগ্ধ

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ‘বাসায় জমে থাকা’ গ্যাসের আগুনে এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2020, 04:18 PM
Updated : 2 Jan 2020, 04:19 PM

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পাইনাদী সিআইখোলা এলাকায় ছয়তলার একটি বাসায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

দগ্ধ হয়েছেন ওই বাসার কবির হোসেন (৬৫), তার স্ত্রী রেখা বেগম (৫৫) ও মেয়ে সুফিয়া আক্তার (২৮)।

ছবি: প্রতীকী

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, “ধারণা করা হচ্ছে রাতে গ্যাসের চুলা বন্ধ না করেই পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। রাতভর দরজা-জানালা বন্ধ থাকায় বাসায় ভেতরে গ্যাস জমে যায়। ভোরে কেউ চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায়।”

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে বলে তিনি জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল খান বলেন, “দগ্ধদের মধ্যে কবির হোসেনের শরীর ৫৫ ভাগ, রেখার ২০ ভাগ ও মেয়ে সুফিয়ার পাঁচ ভাগ পুড়ে গেছে। কবির হোসেনের অবস্থা আশঙ্কাজনক।”

তবে আগুনে ঘরের জিনিসপত্র বেশি পোড়েনি বলে পুলিশ জানিয়েছে।

ওসি কামরুল বলেন, “সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আগুনে ঘরের আসবাবপত্র সামান্য পুড়েছে।

“দগ্ধ তিনজনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। অন্য দুইজন আশংকামুক্ত। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।”