কক্সবাজারে বাস-কার সংঘর্ষে নিহত ৩

কক্সবাজারের রামুতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছেন আরও একজন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2020, 06:18 PM
Updated : 2 Jan 2020, 09:41 AM

রামু থানার ওসি মো. আবুল খায়ের জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ারনালা ইউনিয়নের মাদ্রাসা গেইট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রাম শহরের আতুরারদিঘি এলাকার জানে আলম (৩৫), হালিশহর এলাকার মাসুদ কিবরিয়া (৪০) ও পশ্চিম নাসিরাবাদ এলাকার জামাল উদ্দিন (৩৬)।

ওসি খায়ের স্থানীয়দের বরাতে বলেন, কক্সবাজার শহর থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের বাসটির সঙ্গে কক্সবাজারমুখী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে এর যাত্রী আলম ও মাসুদ নিহত হন।

এছাড়া আহত হন জামালসহ দুইজন।

ওসি খায়ের বলেন, আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ বাসটি আটক করলেও এর চালক ও সহকারীকে ধরতে পারেনি। নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।