খুলনা বিআরটিএ কার্যালয়ের দুই দালালের সাজা

খুলনার বিআরটিএ কার্যালয়ে দালালির কাজে যুক্ত থাকার অভিযোগে আনসার সদস্যসহ দুইজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2020, 05:17 PM
Updated : 1 Jan 2020, 05:17 PM

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ অভিযানে তাদের কাছ থেকে দালালির কাগজপত্রও জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা।

সাজাপ্রাপ্তরা হলেন আনসার সদস্য মো. আনোয়ার এবং নগরের যোগীপোল এলাকার আবদুল বারিকের ছেলে আকিব মোল্লা।

দুদকের সহকারী পরিচালক শাওন মিয়া জানান, বিআরটিএতে গাড়ি হস্তান্তরের কাগজপত্র, গাড়ির রুট পারমিট, ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স তৈরিতে মানুষ প্রতিনিয়ত দালালের মাধ্যমে হয়রানি হচ্ছে অভিযোগ পেয়ে এ অভিযান চালানো হয়।

তিনি জানান, অভিযানের সময় আনসার সদস্য আনোয়ারের কাছে বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদপত্র, নোটারি পাবলিকের কাগজপত্র ও লার্নার ফরম পাওয়ায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া আকিব মোল্লার কাছে বিভিন্ন ব্যক্তির গাড়ির কাগজপত্র পাওয়ায় তাকে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।