সিলেট বোর্ডে ধাক্কা সামলে জেএসসির ফলে উল্লম্ফন

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় গতবারের ফল বিপর্যয়ের ধাক্কা সামলে এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় উল্লম্ফন ঘটেছে সিলেট শিক্ষা বোর্ডে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2019, 03:26 PM
Updated : 31 Dec 2019, 03:26 PM

এই বোর্ডে এবার পাসের হার ৯২ দশমিক ৭৯ শতাংশ,  তাদের মধ্যে তিন হাজার ৭৭৩ জন পেয়েছে জিপিএ-৫।

গণিতে ফল বিপর্যায়ের কারণে গতবছর সিলেট বোর্ডে পাসের হার আগের বছরের ৮৯ দশমিক ৪১ শতাংশ থেকে নেমে গিয়েছিল ৭৯ দশমিক ৮২ শতাংশে। তাদের মধ্যে এক হাজার ৬৯৮ জন পেয়েছিল জিপিএ-৫।

সেই ধাক্কা সামলে ওঠায় সন্তোষ প্রকাশ করে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, “গত বছরের তুলনায় সব সূচকেই ফল ভালো হয়েছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেয়েছে।”

সিলেট বোর্ডের চার জেলা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে সব মিলয়ে এবার এক লাখ ৫৩ হাজার ৫৯৯ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষা দেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ৪২ হাজার ৫৩২ জন।

এ বোর্ডের ১০০৯টি স্কুলের মধ্যে ১৭৬টি স্কুলের সব পরীক্ষার্থী এবার পাস করেছে। কেউ পাস করেনি এমন বিদ্যালয় এবার সিলেট শিক্ষা বোর্ডে নেই।

গত বছরের মতো এবারও এগিয়ে রয়েছে মেয়েরা। মেয়েদের পাসের হার যেখানে ৯৩ দশমিক ৩৬ শতাংশ, সেখানে ছেলেরা পাস করেছে ৯২ দশমিক ০৩ শতাংশ।