পাঁচ ঘণ্টা পর সিলেটের পথে ট্রেন চলাচল শুরু

মৌলভীবাজারে মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে দেশের বন্ধ থাকা ট্রেন চলাচল পাঁচ ঘণ্টা পর ফের চালু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2019, 09:39 AM
Updated : 6 Feb 2020, 01:12 PM

রোববার বিকাল সোয়া ৩টার দিকে এই ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার জানিয়েছেন।

সকাল সোয়া ১০টায় এ জেলার কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় সিলেট মাইজগাঁও থেকে জামালপুরের তারাকান্দির উদ্দেশ্যে যাওয়া এক মালবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।

এর ফলে বেলা ১১টার দিকে মাইজগাঁও স্টেশনে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস এবং কুলাউড়ায় রয়েছে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে বলে জানান স্টেশন মাস্টার জাহাঙ্গীর।

এরপর কুলাউড়া থেকে হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করার পর লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান তিনি।