কিশোরগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২

কিশোরগঞ্জ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছে আরও অন্তত ৫০ জন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2019, 07:15 AM
Updated : 27 Dec 2019, 07:18 AM

শুক্রবার সকাল ১০টার দিকে ও ভোর ৪টার দিকে উপজেলার  কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কটিয়াদী হাইওয়ে পুলিশের পরিদর্শক বিএম জহুরুল ইসলাম জানান।

নিহতরা হলেন- সিলেট জেলার কানাইঘাটের ফয়জুল ইসলাম চৌধুরী (৬০) ও ময়মনসিংহ সদরের জিনাত খান (৫০)।

জিনাত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ জানায়।

আহতদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে; বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পরিদর্শক জহুরুল বলেন, ভোর ৪টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের কামলিয়ারচর এলাকায় সুনামগঞ্জ থেকে ময়মনসিংহগামী ‘বিশাল পরিবহনের’ একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

“এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু এবং ৫০ জন আহত হয়।”

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন হতাহতের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “ঘন কুয়াশা ও বৃষ্টিতে পিচ্ছিল সড়কের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।”

এছাড়া সকাল ১০ টার দিকে একই সড়কের বিন্নাটি এলাকায় অপর একটি দুর্ঘটনায় দশজন আহত হয় বলে জহুরুল জানান।

তিনি বলেন, “ঢাকাগামী যাতায়াত পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।”