নরসিংদীতে হ্যালোর শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু

নরসিংদীতে সাংবাদিকতার মৌলিক বিষয়ে শিশু সাংবাদিকদের দুদিনের কর্মশালা শুরু হয়েছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2019, 11:46 AM
Updated : 26 Dec 2019, 11:46 AM

বৃহস্পতিবার সকাল ১০টায় এ কর্মশালা উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) উপ-সচিব এ টি এম মাহবুব-উল করিম।

‘বলব আমাদের কথা’ শ্লোগানে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই আয়োজনে ২০ জন শিশু সাংবাদিক অংশ নেয়।

শিশুদের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষায়িত ওয়েবসাইট হ্যালোর আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় দুদিনের এই কর্মশালা শেষ হবে শুক্রবার। শেষ দিন প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন রিসোর্স পারসন রিয়াসাদ সানবী ও শিপন চৌধুরী।

নরসিংদী সদর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর নরসিংদী জেলা প্রতিনিধি বেনজির আহমেদ বেনু।

এতে বিশেষ অতিথি ছিলেন ইন্ডিপেন্ডেট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাবেক সভাপতি নিবারণ রায়, সাবেক সভাপতি মোস্তফা কামাল সরকার, সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক এম এ আউয়াল ও সাংবাদিক কামরুল ইসলাম কামাল।