সাতক্ষীরায় কচ্ছপ বেচতে গিয়ে দুইজন আটক

সাতক্ষীরায় বেচার সময় ৩৪টি কচ্ছপসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2019, 12:02 PM
Updated : 23 Dec 2019, 12:02 PM

সোমবার সকাল ৮টার দিকে পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের দলুয়া বাজার থেকে ৩৪টি কচ্ছপসহ দুই কচ্ছপ বিক্রেতাকে আটক করেছে র‌্যাব।

আটক হাজরাপদ সরকার (৩৮) খলিষখালি ইউনিয়নের দুখুড়িয়া গ্রামের পাচু সরকারের ছেলে এবং উত্তম মল্লিক (৩৫) একই ইউনিয়নের গাছা গ্রামের পদ মল্লিকের ছেলে।

র‌্যাব-৬ এর আওতাধীন সাতক্ষীরা কোম্পানি অধিনায়ক মো. শাহিনুর ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে হাজরা পদ সরকার ও উত্তম মল্লিক বাজারে বিক্রয় নিষিদ্ধ বন্যপ্রাণী কচ্ছপের ব্যবসা করে আসছিল।

সোমবার সকালে কচ্ছপ বিক্রি সময় গোপন সংবাদের ভিত্তিতে দুই বস্তায় থাকা কচ্ছপসহ তাদেরকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

আটককৃতদের বিরুদ্ধে বন্য প্রাণী আইনে মামলার প্রস্তুতি চলছে।

দলুয়া বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু সেলিম এই আটকের কথা সকালে নিশ্চিত করেন। দুপুরে র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানিতে কচ্ছপ ও আটকদের সাংবাদিকদের সামনে হাজির করেন।