বেনাপোলে ২০ হাজার মার্কিন ডলারসহ নারীযাত্রী আটক

ভারত ফেরত ২০ হাজার মার্কিন ডলার ও দুইটি মোবাইল ফোনসহ এক নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2019, 09:42 AM
Updated : 12 Dec 2019, 09:42 AM

বৃহস্পতিবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দারা কর্মকর্তা জানিয়েছেন।

আটক লাইলী রহমান লাকি (২৮) মাদারীপুর জেলার শিবচর উপজেলার চররামারী কান্দি গ্রামের রহমান শরীফের মেয়ে।

বেনাপোল শুল্কভবনের শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ভারত থেকে ফিরে ওই নারী আন্তর্জাতিক চেকপোস্টের কাস্টমস স্কানিং শেষে বের হলে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।

পরে তার ল্যাগেজ তল্লাশি করে ২০ হাজার মার্কিন ডলার ও দুটি উন্নত মানের মোবাইল ফোনসেট পাওয়া যায়।

বেনাপোল চেকপোস্টের রাজস্ব কর্মকর্তা  কামরুল হোসেন বলেন, জিঞ্জাসাবাদ শেষে উদ্ধারকৃত ডলার ও মোবাইল ফোন বেনাপোল শুল্কভবনে জমা দেওয়া হবে এবং “লাকিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।”