গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর শহরের লক্ষ্মীপুরা এলাকায় স্টাইল ক্রাফট নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2019, 09:35 AM
Updated : 10 Dec 2019, 03:35 PM

মঙ্গলবার বেলা ১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিক্ষোভ চলাকালে ওই এলাকা দিয়ে ঢাকা-গাজীপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্টাইল ক্রাফটের সুইং সেকশনের অপারেটর মাসুদ রানা বলেন, তাদের অক্টোবর ও নভেম্বর মাসের বেতনসহ দুই বছরের ওভার টাইম বিল বকেয়া রয়েছে। গত বৃহস্পতিবার অক্টোবরের বেতন দেওয়ার কথা থাকলেও দেয়নি। পরে তারা মঙ্গলবার দিতে চায়। কিন্তু মঙ্গলবার সকালে সাড়া না পেয়ে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। বেলা ১টার দিকে লক্ষ্মীপুরা এলাকায় গাজীপুর-ঢাকা সড়কে অবস্থান নেয়।

বেতন না পাওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাপন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন শ্রমিকরা।

সুইং সেকশনের আরেক অপারেটর লাইজু বেগম বলেন, ছেলেমেয়েদের স্কুলের বেতন, বাসাভাড়াসহ দোকানে বাকি পড়েছে।

“আমরা খুব কষ্টে জীবনযাপন করছি। মালিক বারবার বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও তা করছেন না।”

বিষয়টি নিয়ে পুলিশ আলোচনার জন্য চেষ্টা করলেও শ্রমিকরা সাড়া দেয়নি জানান গাজীপুর সিটি পুলিশের এডিসি আবু লাইচ মো. ইলিয়াচ জিকু।

তবে পরে গাজীপুর সদর থানার ওসি মো. আলমগীর ভূঁইয়া বলেন, সকাল থেকে আন্দোলনরত শ্রমিক সন্ধ্যার পর এলাকা ত্যাগ করতে শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবরোধ উঠে গেলে যান চলাচল শুরু হয়।