রাজশাহীর ২ জেলেকে ফেরত দিল বিএসএফ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে ধরে নেওয়া বাংলাদেশি দুই জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2019, 04:16 PM
Updated : 6 Dec 2019, 04:16 PM

জেলার প্রেমতলী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাবিলদার ফরিদ হোসেন জানান, শুক্রবার বিকেলে ভাটোপাড়া এলাকার ৪৭/৭ পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে বিএসএফ তাদের ফেরত দেয়।

তারা হলেন উপজেলার প্রেমতলী কাঁঠালবাড়িয়া গ্রামের আবু বক্করের ছেলে আব্দুর রহিম (৫৫) ও মোশাররফ হোসেনের ছেলে ওমর আলী (৩২)।

বৃহস্পতিবার বিকালে নির্মলচর এলাকা থেকে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।

গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নয়ন আলী বৃহস্পতিবার প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেছিলেন, “পদ্মা নদীতে মাছ ধরে বাংলাদেশ সীমানার ভেতরে ফরহাদপুর সামাজিক বনায়নের পাশের নির্মলচর হয়ে বাড়ি ফিরছিলেন দুই জেলে।

“এ সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভেতরে ঢুকে তাদের টেনেহিঁচড়ে নিয়ে চলে যায়।”