গাইবান্ধায় পুলিশের ভুয়া এসআই আটক

গাইবান্ধায় পুলিশের এক ভুয়া উপ-পরির্দশককে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2019, 08:17 AM
Updated : 5 Dec 2019, 08:17 AM

সদর থানায় ওই ভুয়া এসআইকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বুধবার রাতে এক অভিযানে রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।

আটক নজরুল ইসলাম ওরফে লিমন রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামের বাবুল সরকারের ছেলে।

গাইবান্ধা সদর থানার ওসি খান মো শাহারিয়ার জানান, সম্প্রতি গাইবান্ধা শহরের ডেভিট কোম্পানি পাড়ার আবুল হাসেমের ছেলে হাফিজুর রহমান লিটনের সাথে নজরুল ইসলাম লিমনের পরিচয় হয়।

নজরুল তার কাছে নিজেকে পুলিশের উপ-পরির্দশক (এসআই) হিসাবে পরিচয় দেয় উল্লেখ করে তিনি বলেন, সেই পরিচয়ের সুত্রে লিটননহ তিন যুবককে ‘জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর ফিল্ড অফিসার পদে চাকরি দেওয়ার কথা বলে ১১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয় নজরুল।

পরে খোঁজ নিয়ে নজরুল পুলিশ বাহিনীতে চাকরি করেন না জানতে পেরে গত বুধবার গাইবান্ধা সদর থানায় একটি মামলা করেন তারা বলে জানান তিনি। 

নজরুলকে  আটকের সময় তার কাছ থেকে পুলিশের উপ-পরির্দশক (এসআই) পদের একটি ভুয়া আইডি কার্ড, দুই কপি পাসপোর্ট সাইজের পুলিশের পোশাক পরিহিত ছবি ও একটি ন্যাশনাল আইডি কার্ড উদ্ধার করা হয় বলেও জানান ওসি।