সিরাজগঞ্জে ‘খাদ্যে বিষক্রিয়ায়’ স্কুলছাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে খাদ্যে বিষক্রিয়ায় এক স্কুলছাত্রী মারা গেছে। এছাড়া অসুস্থ হয়েছেন তার মা ও বোন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2019, 05:39 PM
Updated : 30 Nov 2019, 05:39 PM

বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার রাতে উপজেলার ধুকুরিয়া ইউনিয়নের কলাগাছি গ্রামের মীম খাতুন (১২) নামে এই স্কুলছাত্রীর মৃত্যু হয়।

মিম ওই গ্রামের আবদুল মান্নানের মেয়ে। স্থানীয় দৌলতপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল সে।

তার মা রাবেয়া খাতুন ও বোন রোজিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে আশংকাজনক হওয়ায় রোজিনাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি আনোয়ারুল স্বজনদের বরাতে বলেন, শুক্রবার রাবেয়া ও তার দুই মেয়ে বাড়িতে রাতের খাবার খেয়ে অসুস্থ হন। রাতেই তাদের হাসপাতালে নেওয়ার পথে মিমের মৃত্যু হয়। অসুস্থ বড় বোন রোজিনা ও মা রাবেয়াকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“তাদের মধ্যে আশংকাজনক হওয়ায় রোজিনাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে।”

লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আনোয়ারুল।