নওগাঁয় বিএনপির সম্মেলনে মারামারি, আটক ৪

নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে অভ্যন্তরীণ কোন্দলের জেরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ‘১০ জন’ আহত হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2019, 09:52 AM
Updated : 28 Nov 2019, 10:06 AM

মহাদেবপুর উপজেলার স্থানীয় কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন চলাকালে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটকদের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিও রয়েছেন। তাৎক্ষণিকভাবে অপর আটকদের নাম জানাতে পারেনি পুলিশ।

উপজেলার স্থানীয় বিএনপির রাজনীতিতে সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দীকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি এবং রবিউল ইসলাম বুলেটের গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, সম্মেলন চলাকালে বেলা ১২টার দিকে বিএনপির এই দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উল্লেখ করে ওসি জানান, এ ঘটনায় পুলিশ আরেফিন সিদ্দিকী জনিসহ চারজনকে আটক করেছে।

“আহতরা স্থানীয় হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন।”

এ সম্মেলনের প্রস্তুতি কমিটির সদস্য রবিউল ইসলাম বুলেট বলেন, “এখানে যারা হামলা করেছে তারা বিএনপি নামধারী আওয়ামী লীগের চর।”

বিএনপির অপর পক্ষের কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।

হামলার সময় এ সম্মেলনের প্রধান অতিথি বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।